নাইজেরিয়ায় পেট্রোলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ৩৫

9 hours ago 8

নাইজেরিয়ায় পেট্রোলবাহী ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।

দেশটির ফেডারেল রোড সেফটি কর্পস জানায়, মঙ্গলবার দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামে কাচা-আগাই সড়কে ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পেট্রোল রাস্তায় ছড়িয়ে পড়ে। এ সুযোগে এলাকাবাসী জড়ো হয়ে পেট্রোল সংগ্রহ শুরু করেন। চালক ও নিরাপত্তাকর্মীদের বাধা সত্ত্বেও তারা সরে যাননি। এমন সময় আচমকা বিস্ফোরণ ঘটে। আগুনের শিখা ছড়িয়ে পড়ে চারপাশে।

কর্তৃপক্ষ জানায়, আশপাশের লোকজন তেল সংগ্রহ করতে ছুটে আসে। পরিস্থিতি অনুকূলে না থাকায় তাদের বাধা দেওয়া সম্ভব ছিল না। নাইজেরিয়ায় ট্যাংকার দুর্ঘটনার পর এ ধরনের ঘটনা অনেকটা স্বাভাবিক।

নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাংকার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও বলেন, বেশিরভাগ নিহত ব্যক্তি বিস্ফোরণের আগে ট্যাংকার থেকে তেল সংগ্রহ করছিলেন। ধারণা করা হচ্ছে, আহত অনেকের মৃত্যু ঘটবে। 

ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু জানান, দুর্ঘটনার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। উদ্ধার কাজ চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন বাহিনী সক্রিয় রয়েছে। 

Read Entire Article