নাচে গানে উদযাপিত হলো রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪

2 weeks ago 17

জমকালো আয়োজনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪ এর সিজন থ্রী। কুয়ালালামপুররের উইসমা এমসিএ'র অনুষ্ঠানকে ঘিরে দুপুরের পর থেকে আসতে শুরু করেন প্রবাসীরা। পুরো অনুষ্ঠানের মধ্যমনি ছিলেন ঢালিউড কিং শাকিব খান। 

রোববার ছুটির দিন প্রিয় তারকাদের এক নজর দেখতে প্রবাসীদের উপচে পড়া ভীড় ছিল চোঁখে পড়ার মতো। সময়ের জনপ্রিয় অভিনেত্রি প্রার্থনা ফারদিন দীঘির পারফরমেন্স  মনকাড়ে আগত দর্শকদের। ক্লোজ আপ- ১ তারকা পুলক অধিকারির একের পর এক গানে বুদ হয়ে যায় এমসিএর হাজার চারেক প্রবাসী। গান পরিবেশন করেন তরুন উদীয়মান শিল্পি কাজল আরিফ ও আসিয়া  ইসলাম দোলাও।  তবে দর্শক বন্দনা কুড়ায় মডেল ও অভিনেত্রি প্রিয়াঙ্কা জামান ও মিম চৌধুরি'র দলিয় নৃত্য।

এ আয়োজনে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের মধ্য থেকে বেশ কয়েকজনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের  আয়োজক ছিলো রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশন ও গ্রুস ইভেন্ট।

Read Entire Article