অনুরোধ
যদি অন্ধকার নেমে আসে আমার চোখে
সূর্য থেকে আলো এনে দিও তুমি বুকে।
****
একাকিত্ব
আমরা একা নই, আমাদের সব আছে
সব থাকার পরও কেউ নেই কাছে।
****
সাক্ষাৎ
ঘুমিয়ে গেলে আমি শুধু তোমাকেই দেখি
দেখে পুনরায় ঘুম ভেঙে জেগে উঠি।
****
শুকরিয়া
আমার বুকটা আস্ত আকাশ, নাম তার শূন্যতা
সেই আকাশে তুমি এলে, হাজার কৃতজ্ঞতা।
****
অন্তিম যাত্রা
ঠিক একদিন সবাই চলে যায় যে যার মতো করে,
যাওয়ার সময় সবাই বলে, আসবো আবার ফিরে!
এসইউ/জিকেএস