নাটোরে ছাত্রদল সভাপতি হলেন ছাত্রলীগ নেতা

1 day ago 7

নাটোরের সিংড়া উপজেলার কলম ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। এই কমিটিতে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে করা হয় সভাপতি। ছাত্রদলের কলেজ শাখার সভাপতি হওয়া ওই ছাত্রলীগ নেতার নাম মো. শাকিল হোসেন।

তিনি কলম ইউনিয়ন ছাত্রলীগের উপক্রীড়া সম্পাদক পদে রয়েছেন। শাকিল হোসেন ছাত্রলীগের পদে থাকার প্যাডের একটি কপি কালবেলার হাতে এসেছে। তার আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেওয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। যা নিয়ে সিংড়ার রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে জানতে চাইলে কলম ডিগ্রি কলেজ ছাত্রদলের নতুন কমিটির সভাপতি (ছাত্রলীগ নেতা) শাকিল হোসেন কালবেলাকে বলেন, আমার এলাকার একজন ছাত্রলীগের নেতা ছিল সে কমিটিতে আমার নাম দিয়েছিল বিষয়টি আমি জানতাম না। আর বিগত সময়ে এলাকাভিত্তিক রাজনীতির কারণে ছাত্রলীগের একটি প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানকার একটি ছবি এখন ভাইরাল হয়েছে। বিষয়টি আমি অস্বীকার করছি না। কিন্তু আমরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এটা এলাকার সবাই জানে।

Read Entire Article