নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
নাটোর সদর উপজেলার বড় হরিপুর ইউনিয়নের শংকরভাগ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় করিম বেপারী (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত করিম বেপারী লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মনছের সরকারের ছেলে। তিনি শংকরভাগ বাজারে রসুন ও পেঁয়াজের ব্যবসা করতেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার দুপুরে ব্যবসার কাজ শেষে বাড়ি ফিরছিলেন করিম বেপারী। পথে শংকরভাগ এলাকার শফি মাস্টারের মোড়ের কাছে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহতের বড় ভাই কামরুল ইসলাম জানান, করিম বেপারী পরিবারের সবার ছোট ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হঠাৎ এভাবে তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাটোর সদর উপজেলার বড় হরিপুর ইউনিয়নের শংকরভাগ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় করিম বেপারী (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত করিম বেপারী লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মনছের সরকারের ছেলে। তিনি শংকরভাগ বাজারে রসুন ও পেঁয়াজের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার দুপুরে ব্যবসার কাজ শেষে বাড়ি ফিরছিলেন করিম বেপারী। পথে শংকরভাগ এলাকার শফি মাস্টারের মোড়ের কাছে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই কামরুল ইসলাম জানান, করিম বেপারী পরিবারের সবার ছোট ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হঠাৎ এভাবে তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?