স্পেনের মালাগায় ডেভিস কাপের ফাইনাল দিয়ে আন্তর্জাতিক টেনিস থেকে বিদায় নিচ্ছেন স্প্যানিশ মহাতারকা রাফায়েল নাদাল। ২২ বারের গ্র্যান্ডস্লাম জয়ী মহাতারকার বিদায়ী ম্যাচের আগে আবেগঘন বার্তা দিয়েছেন টেনিসের আরেক মহাতারকা সুইজারল্যান্ডের রজার ফেদেরার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া ওই বার্তায় দুই মহাতারকার বিভিন্ন ম্যাচের স্মৃতিগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। ফেদেরার তার বার্তায় লিখেছেন, ‘ভামোস, রাফায়েল নাদাল।’ ‘এবার তোমার […]
The post নাদালের বিদায়ী ম্যাচে ফেদেরারের আবেগঘন বার্তা appeared first on চ্যানেল আই অনলাইন.