নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

3 weeks ago 12

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে ধারণ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে এ আয়োজন করা হয়। 

এ মৎস্য সপ্তাহে মাছের পুষ্টিগুণ, মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ ও এর টেকসই ব্যবহার নিশ্চিতপূর্বক মৎস্য শিল্পের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরতেই র‍্যালি, পোস্টার প্রদর্শনী, আলোচনা সভা এবং পোনা অবমুক্তকরণ আয়োজন করা হয়। 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

র‌্যালি শেষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুর্শিদা খান। 

এ সময় বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।

এ সময় উপাচার্য বলেন, ‘পানিদূষণের জন্য প্রকৃতির সুস্বাদু অনেক দেশি মাছ আজ বিলুপ্তির পথে। তাই এ বিলুপ্তপ্রায় মাছের জাতগুলো কীভাবে স্বাদু পানিতেও উৎপাদন করা যায় সেদিকে আমাদের অনুষদীয় মৎস্য গবেষকদের মনোযোগ দিতে হবে।’

Read Entire Article