নানা কর্মসূচিতে কুষ্টিয়া মুক্ত দিবস পালিত

2 months ago 17

নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় কুষ্টিয়া মুক্ত দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১১ডিসেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া কালেক্টর চত্বরে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ও কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও মুক্তিযোদ্ধারা।

পরে সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়।

প্রসঙ্গত, ১৯৭১ সালের এই দিনে জেলার চৌড়হাসে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর যুদ্ধ শেষে কুষ্টিয়াকে স্বাধীন ও শত্রু মুক্ত করা হয়।

আল-মামুন সাগর/এএইচ/জেআইএম

Read Entire Article