নানা কর্মসূচিতে রাজধানীতে বিশ্ব নরসুন্দর দিবস পালিত

13 hours ago 7

নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীতে বিশ্ব নরসুন্দর দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শ্রীশ্রী রমনা কালী মন্দিরে বাংলাদেশ নরসুন্দর কল্যাণ সমিতি কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে এসব অনুষ্ঠান হয়।

প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রতন দাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক দীপক কুমার শীল, কোষাধ্যক্ষ অমল চন্দ্র শীল প্রমুখ।

দিবসটি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তারা বলেন, এই বিশেষ দিনটি আমাদের মনে করিয়ে দিয় যে, সৌন্দর্য কেবল বাহ্যিক রূপে সীমাবদ্ধ নয়, এটি আমাদের চিন্তা, কর্ম এবং হৃদয়ের মধ্যেও বিদ্যমান। নতুন কিছু সৃষ্টি করার, পুরোনোকে নতুন রূপে সাজানোর এবং পৃথিবীকে আরও সুন্দর করে তোলার এক দারুণ সুযোগ এই দিনটি। আসুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি, যেখানে প্রত্যেকের ভেতরের সৌন্দর্য বিকশিত হতে পারে। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই একটি সুন্দর আগামীর পৃথিবী গড়ে তুলতে সাহায্য করবে।

এরপর নরসুন্দর কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের অন্য নেতাদের নিয়ে কেক কাটেন। পরে মন্দির প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে কালী মন্দিরের গেটে গিয়ে শেষ হয়।

Read Entire Article