নান্দাইল উপজেলা চাকরিজীবী কল্যাণ পরিষদের কমিটি গঠন 

7 hours ago 3

ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল উপজেলাবাসীর সমন্বয়ে ‘নান্দাইল উপজেলা চাকরিজীবী কল্যাণ পরিষদ, ঢাকা’র আংশিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অর্থ বিভাগ) ড. মো. আশরাফুজ্জামান। 

বিশেষ অতিথি ছিলেন- স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, সড়ক বিভাগের নীরিক্ষা ও হিসাবরক্ষণ বিভাগের পরিচালক মো. জামাল উদ্দিন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ রিডার মোহাম্মদ শামছুল আলম এবং ঢাকা ডেন্টাল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. আরিফুর রহমান।

মো. আকরাম হোসেন ও মো. রাসেল মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মাহবুব আলম। 

কমিটি ঘোষণা করেন করপরিদর্শক শফিকুল আলম রবিন। এসময় তার পাশে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাপ মিয়া।

আংশিক কমিটিতে আছেন যারা

সভাপতি : মো. মাহবুব আলম, জাতীয় রাজস্ব বোর্ড।
সহসভাপতি : মো. মাফরুল আলম, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।
সাধারণ সম্পাদক : মো. রাসেল মিয়া, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
যুগ্ম সাধারণ সম্পাদক : মো. আকরাম হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
সাংগঠনিক সম্পাদক : মো. সুমন মিয়া, বাংলাদেশ জাতীয় জাদুঘর।
অর্থ সম্পাদক : শরীফ শাহ আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
দপ্তর সম্পাদক : মো. ইলিয়াছ রোমান, জাতীয় রাজস্ব বোর্ড।
প্রচার ও প্রকাশনা সম্পাদক : মো. আরিফুর রহমান, অর্থ মন্ত্রণালয়।
ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক : আ ক ম পরশ সরকার, বাংলাদেশ কাস্টমস।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক : অমিত হাসান মামুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ছাত্র বৃত্তিবিষয়ক সম্পাদক : নূর মামুন, দৈনিক কালবেলা।
নারী বিষয়ক সম্পাদক : শারমিন ইসলাম এনি, বাংলাদেশ কাস্টমস।

এই আংশিক কমিটি সবার সঙ্গে আলোচনার মাধ্যমে একটি পূর্ণাজ্ঞ কমিটি গঠন করবে।

এর আগে রাজধানীর রামপুরায় স্টার জব একাডেমিতে অনুষ্ঠিত এক আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে আয়কর বিভাগে কর্মরত মো. মাহাবুব আলমকে আহ্বায়ক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত মো. রাসেল মিয়াকে সদস্যসচিব করে ২৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক কমিটিতে মো. জুনাঈদ হোসেন, মো. আকরাম হোসেন ও একেএম পরশ সরকারকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এ ছাড়া মো. আব্দুল্লাহ আল মাসুম, মো. সুমন মিয়া, শাহ পরান ভূঁইয়া, মো. আজিজুল হক, মো. অমিত হাসান মামুন, মো. আরিফুর রহমান, শরীফ শাহ্আলম, মো. আব্দুল মোমেন, সাজ্জাদ এম. রিহান, মো. মমতাজুল ইসলাম (নাঈম), মো. কিরণ মিয়া, মাহমুদা আক্তার হোসাইনি, মো. আমিনুল ইসলাম, মো. মোখলেছুর রহমান ফরিদ, রাকিবুল ইসলাম, নূর মামুন, মো. রাজন মিয়া, মো. শরীফুল ইসলাম সরকার, মো. জাহাঙ্গীর আলম, ও মো. কামরুল ইসলাম সাকিলকে সদস্য করা হয়েছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের বহুদিনের স্বপ্ন ছিল ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নান্দাইলবাসীর সমন্বয়ে একটি সমাজসেবামূলক অরাজনৈতিক সংগঠন গঠন করা। এ লক্ষ্যে কয়েকজনের প্রচেষ্টায় তারা চাকরিজীবীদের নিয়ে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে আলোচনা করেন। পরবর্তীতে ‘নান্দাইল উপজেলা চাকরিজীবী কল্যাণ পরিষদ, ঢাকা’ নামে একটি পরিষদ গঠন করার সিদ্ধান্ত নেয়। এই পরিষদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য নিজেদের মধ্যে সুসম্পর্ক, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সমাজের অসহায়, মেধাবী ও দরিদ্র্য জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো।

এ বিষয়ে সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক রাসেল মিয়া বলেন, ‘ঢাকায় সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের নান্দাইলের অনেকেই কাজ করেন। সবাইকে কীভাবে একটি প্ল্যাটফর্মে আনা যায়, এ বিষয়ে কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ করেন। আমিও অনেক দিন ধরে এমনটি ভেবেছিলাম। তাই তাদের সঙ্গে সহমত পোষণ করি। এ লক্ষ্যে আমরা প্রথমে পরিচিতদের সঙ্গে কথা বলি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিজ্ঞপ্তি দিই। এতে অনেকের সাড়া পাই এবং পরবর্তীতে আলোচনা করি। সর্বশেষ মতবিনিময় সভায় সবার মৌখিক সিদ্ধান্তে আমাকে সদস্যসচিবসহ একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কার্যক্রম শুরু করি। এরপর সংশ্লিষ্টরা আমাকে সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন। আমি চেষ্টা করব, সমাজসেবামূলক কাজ করার। এ বিষয়ে ঢাকায় বসবাসরত নান্দাইলবাসী সবার সহযোগিতা চাই।’

সভাপতি মাহবুব আলম বলেন, ‘দীর্ঘদিন পর হলেও ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নান্দাইলবাসী একত্রিত হওয়ার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। আমাদের এই সংগঠন একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। এখানে আমরা নিজেরা সবসময় ঐক্যবদ্ধ থাকব। সবার বিপদ-আপদে পাশে দাঁড়াব।’

তিনি আরও বলেন, ‘ঢাকায় যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তাদের সবাইকে এই পরিষদে কীভাবে যুক্ত করা যায় সেই পরিকল্পনা করছি। শুধু ঢাকায় নয়, নান্দাইলের শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অঞ্চলে আমাদের সেবামূলক কাজ করার পরিকল্পনা রয়েছে। সবার সহযোগিতা পেলে ভালো কিছু হবে বলে আশা করছি।’

এদিকে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশের বেশ কয়েকজন শিল্পী গান পরিবেশন করেন। 

Read Entire Article