নাফ নদীতে চোরাকারবারিদের গুলিতে বিজিবির দুই সদস্য আহত

3 months ago 48

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে চোরাকারবারিদের গুলিতে বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। তারা রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (৪ জুন) রাত ১০টার দিকে নাফ নদীতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, নাফ নদীর রহমানের খাল এলাকায় বাংলাদেশের জলসীমায় টহল দিচ্ছিলেন বিজিবির সদস্যরা। এসময় হঠাৎ একটি নৌকার মুখোমুখি হন তারা। ওই নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারি দল বিজিবিকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। সরকারি সম্পদ ও নিজেদের জানমাল রক্ষায় পাল্টা গুলি করেন বিজিবির সদস্যরা। এসময় চোরাকারবারি দলের গুলিতে বিজিবির দুই সদস্য আহত হন। পরে প্রতিরোধের মুখে নাফ নদী দিয়ে মিয়ানমার সীমান্তের ভেতরে চলে যায় চোরাকারবারিরা।

বিজিবির আহত দুই সদস্য রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ।

সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস

Read Entire Article