নাফিজ সরাফাতকে দুদকে তলব

3 hours ago 4

আর্থিক খাতের আলোচিত ব্যাক্তিত্ব ও পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় নাফিস সরাফতকে সেগুনবাগিচায় হাজির হতে বলা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের উপ-পরিচালক মো. মাসুদুর রহমানের সই করা ওই তলবী নোটিশে বলা হয়-দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সঙ্গে প্রতারণা ও নিজেদের মাধ্যমে একে অন্যের যোগসাজশে বিপুল অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন।

নোটশটি নাফিস সরাফতের গুলশান, নিকুঞ্জ ১ ও নিকুঞ্জ ২ এর বাসায় পাঠানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।

নাফিজ সরাফাতের বিরুদ্ধে ব্যাংক দখল ও শেয়ারবাজার থেকে টাকা লুটপাটের অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক। গত ১৮ আগস্ট অনুসন্ধান শুরু করে দুদক।

অভিযোগের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জন্য দুদকের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

এসএম/এমআইএইচএস/এমএস

Read Entire Article