নাবিকদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর

2 months ago 5

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের ক্ষেত্রে নাবিকদের নানাভাবে হয়রানির শিকার হতে হয় এমন অভিযোগ আছে। কিন্তু নাবিকদের জন্য নিরাপদ ও মর্যাদার সঙ্গে কাজ করার পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে সব ধরনের সমস্যা সমাধানে কর্মকৌশল ঠিক করা হবে।

বুধবার (২৬ জুন) রাতে রাজধানীর রাওয়া ক্লাবে আন্তর্জাতিক নাবিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিশ্ব বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ পরিবহন হয় সমুদ্রপথে। এই জটিল ও দূরপাল্লার কাজে যারা নিয়োজিত তাদের পেশাগত পরিবেশ যথাযথ নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া একান্ত প্রয়োজন। অত্যন্ত আনন্দের খবর হলো আমাদের দেশের অনেক নারী সদস্য এখন নাবিক হিসেবে সুনামের সঙ্গে কাজ করছেন। এটা আমাদের জন্য গর্বের। তবে তারা যেন নিরাপদে কাজ করতে পারেন সেটাও নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে নাবিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বাংলাদেশের নাবিকরা শুধু দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নন। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও পূর্ব এশিয়ায় কর্মরত আমাদের নাবিকরা বৈশ্বিক পরিসরে নিজেদের দক্ষতা ও মননশীলতার পরিচয় দিচ্ছেন। বর্তমানে প্রায় ১০ হাজারেে এর বেশি বাংলাদেশি নাবিক বিশ্বব্যাপী কাজ করছেন। কিন্তু নাবিকরা আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের ক্ষেত্রে নানাভাবে হেনস্তা, হয়রানি ও বর্ণবৈষম্যের মুখোমুখি হন।

jagonews24

তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা নাবিকদের পেশাগত কাজের ক্ষেত্র নিরাপদ ও মর্যাদাপূর্ণ করতে হবে। এক্ষেত্রে সরকারের সর্বোচ্চ সহযোগিতা চান তারা।

অনুষ্ঠানে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী বলেন, নাবিকরা আমাদের দেশের অঘোষিত রাষ্ট্রদূত। এই খাতে জড়িতরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অন্যদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্বও করছেন। অন্য দেশের সঙ্গে বাংলাদেশের সংযোগ স্থাপন করে থাকেন তারা। তাই তাদের মর্যাদাপূর্ণ কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে।

দিবসটি উপলক্ষে সাবেক ও বর্তমান নাবিকদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠান। সবশেষ পরিবেশন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন, নটিক্যাল ইনস্টিটিউট, আইএমআরএসটি, এমসি ল সার্ভিস, বাংলাদেশ সি-ফেয়ারার্স ইউনিয়ন, বাংলাদেশ সি- ফেয়ারার্স অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক, ইঞ্জিনিয়ার আশরাফ ইবনে নূর, ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী, ক্যাপ্টেন মহিউদ্দিন আব্দুল কাদির, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মোহাম্মদ ফেরদৌস খান, ক্যাপ্টেন এম এ মালেক প্রমুখ।

কেআর/ইএ

Read Entire Article