৩৬ জুলাই—স্বৈরাচার পতনের ঐতিহাসিক দিন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দুই ছাত্রনেতা ইউসুফ ও আমিনুল ইসলাম। দিনব্যাপী আয়োজনে তারা ছাত্র-জনতার মধ্যে মাত্র ১০০ টাকায় ‘৩৬ জুলাই’ লেখা ও বিভিন্ন প্রতীকী গ্রাফিতিতে সাজানো টি-শার্ট বিতরণ করছেন।
তবে টাকার পরিমাণ বাধা নয়—কারও আর্থিক সামর্থ্য না থাকলে বিনামূল্যে পাচ্ছেন এ টি-শার্ট।
আমিনুল ইসলাম বলেন, ‘এদিনে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে নতুন করে দেশ স্বাধীনতা পায়, বাকস্বাধীনতা ফিরে আসে। সবাই যেন আনন্দে অংশ নিতে পারে, সেই উদ্দেশ্যেই আমরা এই অফার দিচ্ছি।’
‘ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত এই বিজয়ের দিনটি স্মরণ করতে চাইছি এমনভাবে, যাতে প্রতিটি মানুষের মনে এই দিনটির গুরুত্ব চিরকাল গেঁথে থাকে। কারও টাকা না থাকলেও সে যেন বঞ্চিত না হয়—এই ছিল আমাদের ভাবনা।’ বলছিলেন আমিনুল ইসলাম।
ইউসুফ বলেন, ‘আমরা দুজনই ছাত্র। গত বছরের সেই ভয়াবহ দিনগুলো নিজের চোখে দেখেছি, রাজপথে ছিলাম। তাই এই দিনটিকে শুধু নিজেরা নয়, সবার সঙ্গে ভাগাভাগি করে উদযাপন করতে চাই। আমরা চাই সবাই পরিধান করুক এই টি-শার্ট, অনুভব করুক স্বাধীনতার স্বাদ।’
বিভিন্ন আকারে প্রস্তুত করা এসব টি-শার্টে লেখা আছে ‘৩৬ জুলাই’ শব্দটি, সঙ্গে রয়েছে স্বাধীনতা, গণতন্ত্র ও বিজয়ের প্রতীকী গ্রাফিতি। পথচারী, শিক্ষার্থী, পরিবার—সবার মধ্যেই এসব টি-শার্ট বেশ সাড়া ফেলেছে।
এই ব্যতিক্রমী উদ্যোগ যেন হয়ে উঠেছে জনতার বিজয় উদযাপনের প্রতীক। ‘বিজয় হোক সবার, আনন্দ ভাগাভাগি করে হোক’—এই বার্তা দিচ্ছেন ইউসুফ ও আমিনুল।
ইএআর/এমএমএআর/জেআইএম