নামাজ পড়তে গিয়ে নিখোঁজ, মরদেহ মিললো নদীতে

8 hours ago 8

কুমিল্লার দেবীদ্বারে আছমত আলী (৮০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার উত্তরপাড়া কাজীবাড়ি সংলগ্ন শিবনগর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আছমত আলী উপজেলার ১০ নম্বর গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের শাকক্তলা গ্রামের নয়াবাড়ির মৃত হামিদ আলীর ছেলে।

নিহতের ছোট ছেলে আল আমিন বলেন, আমার বাবা দেবীদ্বার পৌর এলাকার বালিবাড়ী গ্রামের বড় বোন পারভীন আক্তারের বাড়ি বেড়াতে আসেন। সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাই দেবীদ্বার পৌর এলাকার শিবনগর গোমতী নদীর ব্রিজের নিচে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি দেখে চিনতে পারি তিনি আমার বাবা।

নিহতের মেয়ে পারভীন আক্তার বলেন, বাবা প্রায় ২০ দিন আগে আমাদের বাড়িতে বেড়াতে আসেন। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। প্রতিদিন মসজিদে ফজরের নামাজ আদায় করতেন। সকালে নাশতা খাওয়ার জন্য বাবাকে খুঁজতে গিয়ে দেখি তিনি ঘরে নেই। ভাবলাম মসজিদে গেছেন, বিলম্ব হওয়ায় খুঁজতে থাকি। পরে জানতে পারি বাবার মরদেহ পুলিশ থানায় নিয়ে গেছে।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে শিবনগর ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে তার স্বজনরা থানায় এসে মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

জাহিদ পাটোয়ারী/কেএসআর

Read Entire Article