নামাজরত অবস্থায় ছুরিকাঘাতের শিকার সেই কিশোরীর মৃত্যু

1 month ago 36
দিনাজপুরের কাহারোল উপজেলায় নামাজরত অবস্থায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত কিশোরী সৌরভী মাহি অবশেষে মারা গেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। এ ঘটনায় আফিফ হোসেন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সে একই উপজেলার ভাত গাঁ গ্রামের আবুল কালামের ছেলে।  পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতেই নামাজ পড়ছিল জুয়েল রানার ১৫ বছর‌ বয়সী কিশোরী মেয়ে সৌরভী মাহি। ওই সময় আফিফ হোসেন তার বাড়ির প্রাচীর টপকিয়ে ঘরে ঢুকে মাহিকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।  বিষয়টি কাহারোল থানায় জরুরিভাবে জানানো হলে কাহারোল থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ ঘণ্টার ব্যবধানে কিশোর আফিফকে আটক করে।  কাহারোল থানার ওসি মো. রহুল আমিন কালবেলাকে নিশ্চিত করে জানান, গুরুতর আহত কিশোরীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলেও অবশেষে আজ ভোরে তার মৃত্যু হয়। আক্রমণকারী কিশোরকে দ্রুত আটক করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।
Read Entire Article