নারায়ণগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুরের মনোনয়নপত্র স্থগিত
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুরের মনোনয়নপত্র কর খেলাপির দায়ে স্থগিত করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জ রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রায়হান কবির মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা স্থগিত করেন।
নারায়ণগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীর বিরুদ্ধে আয়কর সংক্রান্ত বকেয়া থাকায় তার মনোনয়নপত্র স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী কোনো প্রার্থী কর খেলাপি হলে তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারান।
এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুরের মনোনয়নপত্র কর খেলাপির দায়ে স্থগিত করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জ রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রায়হান কবির মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা স্থগিত করেন।
নারায়ণগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীর বিরুদ্ধে আয়কর সংক্রান্ত বকেয়া থাকায় তার মনোনয়নপত্র স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী কোনো প্রার্থী কর খেলাপি হলে তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারান।
এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।