নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণ

2 hours ago 6

নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে অবস্থিত এস এম ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং কারখানায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। 

দগ্ধরা হলেন- কারখানাটির শ্রমিক আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)। 

কারখানা শ্রমিক আল আমিন বলেন, সকাল বেলায় আমরা কারখানার নিচ তলায় থাকা বয়লার রুমে কাজ করছিলাম। আনুমানিক সাড়ে ৮টার দিকে গ্যাস লাইনে বিকট একটি বিস্ফোরণ ঘটে, যার সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এতে আমরা ছয়জন দগ্ধ হই। পরে আমাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। 

এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, নারায়ণগঞ্জ শিল্পনগরী থেকে দগ্ধ অবস্থায় ছয় জনকে আমাদের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। 

ডা. শাওন আরও বলেন, তারা কত শতাংশ দগ্ধ হয়েছেন সেটি বলা যাচ্ছে না, কারণ এখনো ড্রেসিং চলছে। 

Read Entire Article