নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৭ এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি হয়েছেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। এ ছাড়া সিনিয়র সহসভাপতি মো. মোরশেদ সারোয়ার ও সহসভাপতি হিসেবে মোহাম্মদ আবু জাফরকে নির্বাচিত ঘোষণা করা হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের ১৮ ফেব্রুয়ারি ১৯ জন কে নির্বাচিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি পদে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। অফিস বেয়ারার নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্বাচিত পরিচালকদের মধ্যে থেকে ৩ জন পরিচালক মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সভাপতি পদের জন্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া, সিনিয়র সহ সভাপতি পদে মো: মোরশেদ সারোয়ার ও সহ সভাপতি পদে মোহাম্মদ আবু জাফর। পরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অফিস বেয়ারার নির্বাচনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র নির্বাচন বোর্ডের নিকট দাখিল করেন। দুপুর ২ টায় মনোনয়নপত্র যাচাইবাছাই এরপর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায়, নির্বাচন পরিচালনা বোর্ড নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৭ এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি মো. মোরশেদ সারোয়ার ও সহ সভাপতি হিসেবে মোহাম্মদ আবু জাফর কে নির্বাচিত ঘোষণা করা হয়।
পরিচালক পদে জেনারেল গ্রুপে : মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহ্মেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া, আব্দুল্লাহ্ আল-মামুন।
অ্যাসোসিয়েট গ্রুপে : সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক। ট্রেড গ্রুপে : শ্রী বিকাশ চন্দ্র সাহা।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ডে- চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, সদস্য মাহমুদ হোসেন ও স্বপন চৌধুরী এবং নির্বাচন আপীল বোর্ডে- চেয়ারম্যান ফজলুল হক রুমন রেজা, সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম ও মো. জাকির হোসেন এবং নির্বাচন বোর্ডের সচিব হিসেবে ছিলেন হাবিবুর রহমান।
উক্ত সভায় নির্বাচন বোর্ড, নির্বাচন আপীল বোর্ড, নবনির্বাচিত সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতিসহ সকল পরিচালকবৃন্দ, চেম্বারের সদ্য সাবেক সভাপতি ও পরিচালকবৃন্দ এবং চেম্বারের বিপুল সংখ্যক সদস্যরা এ সময়ে উপস্থিত ছিলেন।