নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় স্বেচ্ছাসেবী ও ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। এ সময় আহত হয়েছেন দুজন স্বেচ্ছাসেবী।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গোদনাইল বউ বাজার শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় স্বেচ্ছাসেবী শরীফ নামে একজন বলেন, প্রথমে নূরে আলমের সুতা তৈরির কারখানায় আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি প্লাস্টিক কারখানা ও গার্মেন্টের ওয়েস্টেজের চারটি গোডাউনে। ফলে আগুনের তীব্রতা বেড়ে যায়। আগুনে দুটি কারখানা ও গোডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনে ক্ষতিগ্রস্ত গোডাউন মালিক আলমগীর বলেন, গোডাউনে গার্মেন্ট ওয়েস্টেজ এলডি পলিথিন ছিল। যার দাম পাঁচ লাখ টাকা হবে। এ ছাড়া মুসলিম, বাবুল, হাশেম নামে আরও তিন ব্যবসায়ীর তিনটি ওয়েস্টেজ গোডাউন আগুনে পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আরেফিন কালবেলাকে বলেন, আমাদের হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশনের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছি। রেজিন, প্যাকিংবক্স, কুনিং এবং ক্যামিকেলসহ বিভিন্ন উপাদান এখানে পর্যাপ্ত পরিমাণে ছিল। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হয়েছে। আগুনের সূত্রপাত জানার চেষ্টা চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করা হচ্ছে।