নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ১৫ দোকান

3 hours ago 8

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডে দুটি বসতঘরসহ ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। খবর পেয়ে রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (৫ মার্চ) রাত আড়াইটার দিকে এ আগুনের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিদর্শক ওসমান গনি এ অগ্নিকাণ্ডের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

মার্কেট ম্যানেজার আলম হোসেন জানান, দুটি বসতঘরসহ ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে।

ফার্নিচার ব্যবসায়ী মাহমুদুর রহমান মিথুন জানান, তার ফার্নিচার দোকানের ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর মাহফুজার রহমান বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিদর্শক ওসমান গনি বলেন, ফার্নিচার মার্কেটে আগুনের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ইলেকট্রিক শর্ট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাটি তদন্তে টিম গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে।

Read Entire Article