নারায়ণগঞ্জে এনজিও কর্মকর্তাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

1 month ago 36

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এনজিও কর্মকর্তাকে হত্যার দায়ে আব্দুল হান্নান (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় দেন। এই ঘটনায় আরও দুজনকে খালাস দিয়েছে আদালত। কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল হান্নান সোনারগাঁ বারদী এলাকার শামসুদ্দিনের ছেলে। খালাসপ্রাপ্তরা হলেন- ফয়সাল ও শারমীন। আর ভুক্তভোগী মো. সাজেদুর রহমান ব্যুরো বাংলাদেশ এনজিওর সোনারগাঁয়ের বারদী শাখার প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান কালবেলাকে বলেন, সোনারগাঁ থানার দায়ের করা হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আরও দুজনকে খালাস দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৬ সেপ্টেম্বর ব্যুরো বাংলাদেশ নামে এনজিওর মাঠ কর্মকর্তা সাজেদুর রহমান কিস্তির টাকা আদায় করার জন্য উপজেলার মিস্ত্রীপাড়া এলাকার সামসুদ্দিনের বাড়িতে গেলে সামসুদ্দিনের ছেলে আব্দুল হান্নানের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আব্দুল হান্নান ও তার সহযোগীরা এনজিওর কর্মকর্তা সাজেদুর রহমানকে ধরে ঘরে নিয়ে গলা কেটে হত্যা করে। এই ঘটনার পরের দিন তৎকালীন সোনারগাঁ বারদী এলাকার ব্রাঞ্চ ম্যানেজার বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

Read Entire Article