নারায়ণগঞ্জে ডাইং কারখানায় আগুন

3 weeks ago 7

নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনী এলাকায় বিসমিল্লাহ ডাইং নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ডাইংয়ের বয়লারে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও পাগলা স্টেশন এবং নদী ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারখানার মালিক সাইফুল ইসলাম বলেন, বয়লার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কেউ আহত হয়নি। প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছি।

হাজিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার ওবায়দুল ইসলাম বলেন, কারখানার বয়লার থেকে আগুনের সূত্রপাত হয়। সেই সঙ্গে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে কারখানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, আগুনে কেউ হতাহত হয়নি। আমাদের সদস্যরা অল্প সময়ের মধ্যেই চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

মোবাশ্বির শ্রাবণ/জেডএইচ/এমএস

Read Entire Article