নারায়ণগঞ্জে নাশকতার মামলায় যুবলীগ নেতা আটক

1 month ago 16
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা থেকে যুবলীগ নেতা শাহাদাৎকে (৫০) আটক করেছে র‌্যাব-১১। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিকেলে ফতুল্লা থানাধীন কায়েমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।  আটককৃত যুবলীগ নেতা শাহাদাৎ ফতুল্লা থানাধীন কায়েমপুর এলাকার ফকির চাঁনের ছেলে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।  র‌্যাবের এ কর্মকর্তা বলেন, র‍্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন কায়েমপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে র‌্যাব-১১। পতিত সরকারের আমলে নাশকতা করার অভিযোগে একাধিক মামলায় তাকে এজাহারভুক্ত করা হয়েছে।  এর মধ্যে ফতুল্লা থানায় তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলায় এজাহারভুক্ত তিন নম্বর আসামি করা হয়েছে। আসামিকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  
Read Entire Article