নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া সংলগ্ন ডন চেম্বার এলাকার প্রধান সড়ক বন্ধ করেই সমাবেশ করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকেই রাত পর্যন্ত সড়কটি বন্ধ রাখা হয়। ফলে চরম ভোগান্তিতে পড়ে জনসাধারণ। বেশি সমস্যায় পড়েন রোগীরা। সড়ক বন্ধ থাকায় হাসপাতালে যেতে তাদের ভোগান্তি হয়।
নগরবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, নবাব সলিমুল্লাহ সড়কের চাষাঢ়ামুখী সড়ক বন্ধ করে স্টেজ নির্মাণ করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সেই সঙ্গে বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিকের সামনে স্থাপন করা হয় মাইক।
রোগীদের সুবিধা-অসুবিধা উপেক্ষা করেই উচ্চ শব্দে বাজে সমাবেশের মাইক। একদিকে চলাচলে ভোগান্তি, অন্যদিকে বেসরকারি ক্লিনিকের সামনে শূয়র হলেও ভয়ে এর প্রতিবাদ করার সাহস করেনি কেউ।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান। নেতাকর্মীদের অবস্থান এবং সড়ক আটকে রাখার কারণে যানবাহনের চাপ বাড়ে চাষাঢ়া থেকে খানপুরমুখী সড়কে। তৈরি হয় যানজট। ভোগান্তির শিকার হন পার্শ্ববর্তী খানপুর ৩০০ শয্যা হাসপাতালগামী রোগীসহ হাজারো যাত্রী। সেই সঙ্গে বেসরকারি ক্লিনিকে সেবা নিতে আসা রোগীদের আসা-যাওয়ার রাস্তা এক প্রকার বন্ধ হয়ে যায়।
মশিউর রহমান নামে এক বেসরকারি চাকরিজীবী বলেন, এভাবে রাস্তা আটকে রেখে শামীম ওসমান প্রোগ্রাম করতেন। মানুষকে বোঝাতেন যে তিনি চাইলে রাস্তাঘাট আটকে সভা-সমাবেশ করতে পারেন। সপ্তাহের কর্মদিবসে এভাবে রাস্তা আটকে সভা-সমাবেশ খুবই ভোগান্তির কারণ।
এ বিষয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন, এখানে বিগত সময়েও অনেক সভা-সমাবেশ হয়েছে। রাস্তায় সভা-সমাবেশ নতুন কিছু না। আসলে শহরে তেমন কোনো মাঠ নেই। তাই রাস্তার ওপর সমাবেশের আয়োজন করতে হয়েছে। আমরা এখানে সভার বিষয়ে সিটি করপোরেশন ও পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছি।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু বলেন, আমরা সিটি করপোরেশন থেকে অনুমতি নিয়েই এখানে সম্মেলনের আয়োজন করেছি।
তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, রাস্তার ওপর সভা-সমাবেশের কোনো অনুমতি আমরা দেই না। শহীদ মিনার বা মানুষের চলাফেরায় অসুবিধা হয় না এমন স্থানে সভা-সমাবেশের অনুমতি দিয়ে থাকি। স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রামের বিষয়ে আমাদের তেমন কিছু জানা নেই।
মোবাশ্বির শ্রাবণ/জেডএইচ/এমএস