নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) ভোরে ফতুল্লা পশ্চিম ধর্মঘট এলাকার ঢালিপাড়া এলাকার এই কারখানাতে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফতুল্লা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ কারখানার ভেতরে আগুন লেগে যায়। সেই সঙ্গে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফতুল্লা ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুল হালিম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, এটি একটি প্লাস্টিকের কারখানা ছিল। যার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ও কারখানার মালামাল পুড়ে যায়। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তদন্ত চলমা

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) ভোরে ফতুল্লা পশ্চিম ধর্মঘট এলাকার ঢালিপাড়া এলাকার এই কারখানাতে অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফতুল্লা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ কারখানার ভেতরে আগুন লেগে যায়। সেই সঙ্গে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফতুল্লা ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুল হালিম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, এটি একটি প্লাস্টিকের কারখানা ছিল। যার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ও কারখানার মালামাল পুড়ে যায়। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তদন্ত চলমান।

মোবাশ্বির শ্রাবণ/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow