নারায়ণগঞ্জে বাস ভাড়া কমানোয় হরতাল প্রত্যাহার

2 months ago 36

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫ টাকা কমানোয় আগামীকাল রোববার (১৭ নভেম্বর) ডাকা অর্ধদিবস হরতাল প্রত্যাহার করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

শনিবার (১৬ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি।

এর আগে বাস ভাড়া ১০ টাকা করে কমানোসহ শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করার দাবিতে আগামী রোববার হরতালের ডাক দেয় সংগঠনটি। সেই দাবিতে দীর্ঘ ২১ দিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছেন সংগঠনের নেতারা।

হরতাল প্রত্যাহার করার ঘোষণা দিয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, আজ জেলা প্রশাসকের ঘোষণার মধ্য দিয়ে আমাদের দাবিগুলোর সুরাহা হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫ টাকা কমিয়ে ৫০ টাকা ও এসি বাসের ভাড়া ৭০ টাকা করা হয়েছে। আর শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করা হয়েছে। এটা আমরা গ্রহণ করেছি। ফলে আগামীকাল (রোববার) অর্ধদিবস ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে।

বাস ভাড়া কমিয়ে ৪৫ টাকা করা হলেও বাস-মালিকদের লাভ হতো উল্লেখ করে তিনি বলেন, বাস ভাড়া কমানোর দাবিতে আমরা বাস-মালিকদের সঙ্গে একাধিকবার বসেছি। কিন্তু এটি সুরাহা হচ্ছিল না। তবে টিকিট প্রতি ভাড়া ১০ টাকা কমালে বাস-মালিকদের লাভ হবে। এ বিষয়ে বাস-মালিকদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। যদি এখানে সিন্ডিকেট গড়ে ওঠে, তাহলে তাদের টাকা দিতে হয়।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে, কারা কারা পরিবহন খাত থেকে চাঁদা খাচ্ছে, আমি সেসব তথ্য জেলা প্রশাসককে দিয়েছি। যদিও বাস-মালিকরা এই অভিযোগ অস্বীকার করে আসছেন। নারায়ণগঞ্জে আগের মাফিয়া-গডফাদাররা বিতাড়িত হওয়ার পর নতুন করে কেউ কেউ মাথাচাড়া দিয়ে গডফাদার হওয়ার পাঁয়তারা করছে। নতুন করে কোনো গডফাদারকে আমরা মাথা তুলে দাঁড়াতে দেব না।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নূর উদ্দিন আহমেদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েল, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন সহ প্রমুখ।

এর আগে বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বাস-মালিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছেন বিআরটিএ জেলার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

বাস ভাড়া ৫ টাকা কমানোর ঘোষণা দিয়ে জেলা প্রশাসক বলেন, বাস ভাড়া ৪৫ টাকা করা সম্ভব নয়। তবে ৫ টাকা কমিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস স্ট্যান্ড থেকে জিরো পয়েন্ট পর্যন্ত ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হলো। আগামী সোমবার থেকে বাস-মালিকরা এই ভাড়া আদায় করবেন। যেকোনো বাসস্ট্যান্ড থেকে ৫০ টাকা ভাড়া আদায় করা হবে। এটা ফ্ল্যাট ভাড়া হবে। বাস ভাড়া কমানোর দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম আগামীকাল যে অর্ধদিবস হরতাল কর্মসূচি দিয়েছে, সেটা তারা প্রত্যাহার করে নেবে বলে আশা করছি। 

প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর সংবাদ সম্মেলন করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতারা বাস ভাড়া ১০ টাকা কমানোর দাবি করেন। সেই সময় নানা কর্মসূচি ঘোষণাসহ দাবি আদায় না হলে ১৭ নভেম্বর হরতালের ঘোষণা দেন।

তখন সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। সম্প্রতি ডিজেলের দাম কমলেও বাস ভাড়া কমেনি। তা ছাড়া সড়কের কিলোমিটার হিসেবেও নানা গড়মিল তুলে ধরেন তারা। এসব যুক্তি তুলে ধরে বাস ভাড়া ৫৫ টাকা থেকে ১০ টাকা কমিয়ে ৪৫ টাকা ও এসি বাসের ভাড়া ১০ টাকা কমানোর দাবি জানান। সেই সঙ্গে শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক করার দাবি জানান তারা।

Read Entire Article