নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুর এলাকার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) নারায়ণগঞ্জ (পূর্ব) শাখা অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (১ ডিসেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
এই ঘটনায় সোমবার সকালে বিদ্যুৎ অফিস পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী নারায়ণগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. নাঈম হাসান বলেন, রাতে নিরাপত্তাকর্মী ও লাইনম্যানরা দায়িত্বে ছিলেন। গভীর রাতে ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। তাদেরকে মারধর করে মোবাইল নিয়ে নেয়।
পরবর্তীতে ডাকাতরা ১০০ মিটার কপার লুপ যার মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা, ৫০ মিটার পুরাতন কপার লুপ যার মূল্য ৩০ হাজার, ৫০ হাজার টাকার ২টি ২৫ কেভিএ ট্রান্সফরমার ও ৪০ হাজার টাকা মূল্যের একটি এলইডি টেলিভিশন নিয়ে গেছে। একই সঙ্গে ৬ জনের মোবাইল ফোন ও নগদ প্রায় ৬০ হাজার টাকা নিয়ে গেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, অফিসের পেছনের দিকে একটা দেওয়াল নিচু ছিল। সেই নিচু দেওয়াল টপকে একদল ডাকাত ভেতরে ঢোকে। তখন নিরাপত্তাকর্মীরা ঘুমে ছিল। তাদেরকে মারধর করে বেঁধে ফেলে। এ সময় ডাকতরা নগধ টাকা-পয়সাসহ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে গেছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা তদন্ত কাজ অব্যাহত রেখেছি।
মোবাশ্বির শ্রাবণ/এফএ/জিকেএস