নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক করতে আলটিমেটাম

3 days ago 12

আন্দোলনের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫ টাকা কমলেও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেওয়ার দাবি বাস্তবায়ন হয়নি। এতে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা  সংবাদ সম্মেলনে বাস মালিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে বেশ কয়েকটি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা সংবাদ সম্মেলন করে এই আলটিমেটাম দেন।

ছাত্র নেতারা বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাসভাড়া কমানোসহ তিন দাবিতে গত ২৮ অক্টোবর থেকে আন্দোলন করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম হরতালের ডাক দেয়। যার মধ্যে একটি দাবি ছিল শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর করা। তাদের সাথে সংহতি জানিয়ে এ আন্দোলনে আমরা নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা অংশগ্রহণ করি। শনিবার জেলা প্রশাসন থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, বাসভাড়া ৫ টাকা কমিয়ে ৫০ টাকা করা হয়েছে।

ডিসি সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের জন্য হাফপাসের ব্যবস্থাও থাকবে। আমরা এই ঘোষণার সাধুবাদ জানাই এবং যাত্রী অধিকার ফোরাম হরতাল প্রত্যাহার করে নেয়। তবে সোমবার বাস ভাড়া কমালেও শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করা হয়নি। বাস মালিকরা শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করার কোন নির্দেশনা দেননি বলে জানিয়েছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। 

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ‘হাফ ভাড়া শিক্ষার্থীদের অধিকার। এ অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে। এই ব্যাপারে প্রশাসন উদ্যোগ নিবে বলে আশা করি। ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের ‘হাফপাস’ কার্যকর না হলে শিক্ষার্থীদের নিয়ে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, ছাত্রফ্রন্টের জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক নাসিমা সরদার, জেলা ছাত্র ইউনিয়নের সহসাধারণ সম্পাদক রিফাত ইমতিয়াজ অয়ন্ত, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুসাইন বলেন, ‘আমরা বাস মালিকদের শিক্ষার্থীদের কাছ থেকে হাফভাড়ােআদায় করার কথা বলেছি। তবে তারা কেন বিষয়টি কার্যকর করেননি, সে বিষয়ে আগামীকাল তাদের সাথে কথা বলব।’

Read Entire Article