নারায়ণগঞ্জে স্টেডিয়ামের সামনে থেকে যুবকের মরদেহ উদ্ধার

2 months ago 26

নারায়ণগঞ্জের ফতুল্লায় রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে ২৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) ভোরে পথচারীদের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহের চোখ, গলা ও দুই হাতে আঘাতের দাগ রয়েছে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয় নি।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, কালো গেঞ্জি ও কালো ফুল প্যান্ট পড়া ২৫ বছর বয়সী যুবকের দুই হাতে ও গলায় বাঁধার দাগ রয়েছে। ডান চোখও আঘাতের কারণে ফোলা রয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও এ যুবককে হত্যা করে স্টেডিয়ামের সামনে সড়কের পাশে মরদেহ ফেলে গিয়েছে।

তিনি আরও বলেন, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মোবাশ্বির শ্রাবণ/এমএন/এমএস

Read Entire Article