নারায়ণগঞ্জে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ১৭ জনের যাবজ্জীবন

2 hours ago 1

নারায়ণগঞ্জে একটি আলোচিত হত্যা মামলার ১৫ বছর পর ১ আসামির মৃত্যুদণ্ড ও ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 

এসময় আদালতে ১ জন আসামি উপস্থিত ছিলেন, অন্যরা পলাতক। মামলা থেকে খালাস পেয়েছেন ছয়জন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন সোনারগাঁ উপজেলার ললাটি এলাকার আফসার উদ্দিনের ছেলে তাওলাদ ওরফে জহিরুল (৪৮)। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন মিজান, মোহাম্মদ আলী, আব্দুল লতিফ, হানিফ, সোহেল, সবুজ, মিলন, সেলিম, গুলজার, লেদা ফারুক, রাসেল, মোমেন, সাদ্দাম, শাহীন, রুহুল আমিন, আবুল ও পণ্ডিত(৪৩)।  খালাস পেয়েছেন আবু, মাসুদ, মান্নান, শামীম, সোহেল ও দেলোয়ার। বিচার চলাকালীন যারা মারা গেছেন, আবুল হাসেম ও শওকত। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৫ নভেম্বর রাতে ভিপি সোহেলের নেতৃত্বে রূপগঞ্জের মাছিমপুর এলাকায় জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে গুলি ও কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের পিতা জালাল উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলা পুলিশ আসামিদের গ্রেপ্তার করে জেলহাজাতে পাঠায়। 

পরে আসামিরা ২০১৫ সালের ১৪ মে জেল থেকে জামিনে বের হয়ে বাদী জালাল উদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় ভিপি সোহেলকে প্রধান করে জালাল উদ্দিনের স্ত্রী বাদী হয়ে ২১ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করেন। একই বছরের ১৯ জুন ভিপি সোহেলকে গ্রেপ্তার করে র‌্যাব।  

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান, নজরুল ইসলাম বাবু হত্যা মামলার ২৬ জন আসামির মধ্যে তাওলাদ ওরফে জহিরুলকে মৃত্যুদণ্ড, ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড আর ৬ জনকে খালাস দিয়েছেন আদালত। বিচার চলাকালে দুজন আসামির মৃত্যু হয়েছে।

Read Entire Article