নারী ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক জার্মানি

২০২৯ নারী ইউরো চ্যাম্পিয়নশিপের স্বাগতিক হিসেবে জার্মানির নাম ঘোষণা করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। পোল্যান্ড ও সুইডেন-ডেনমার্কের যৌথ বিডকে পরাজিত করে রেকর্ড আটবারের ইউরোজয়ী জার্মানি স্বাগতিক হওয়ার স্বত্ব ছিনিয়ে নেয়। এ নিয়ে তৃতীয়বারের মতো জার্মানির মাটিতে বসতে যাচ্ছে নারীদের ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর। ২০২৪ সালে পুরুষদের ইউরোও জার্মানিতে হয়েছিল।   ২০২৭ নারী বিশ্বকাপের বিডে পরাজিত জার্মানির জন্য ইউরোর আয়োজন অনেকটাই সান্ত্বনার। ফিফা ২৭-এর নারী বিশ্বকাপের জন্য ব্রাজিলকে বেছে নিয়েছে।  ইউরোর স্বত্ব পাওয়ার পর জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) নারী ফুটবলের সহসভাপতি হেইক উলরিচ বলেন, ‘অসাধারাণ, এটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। ২০০১ সালের পর আবারও আমরা জার্মানিতে নারী ইউরো আয়োজনের সুযোগ পেয়েছি।’ জার্মানির বিডে ইউরো আয়োজনের জন্য আটটি স্টেডিয়ামের নাম বলা হয়েছে। যার মধ্যে রয়েছে ৭০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন মিউনিখের আলিয়াঁজ এরেনা, ৬৬ হাজার ধারণক্ষমতা সম্পন্ন ডর্টমুন্ডের ওয়েস্টফালেনস্টেডিয়ন। বাকি স্টেডিয়ামগুলোর ধারণক্ষমতাও ৪৫ হাজার থেকে ৫৪ হাজারের মধ্যে।  জার্মানি বিশ্বাস করে,

নারী ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক জার্মানি
২০২৯ নারী ইউরো চ্যাম্পিয়নশিপের স্বাগতিক হিসেবে জার্মানির নাম ঘোষণা করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। পোল্যান্ড ও সুইডেন-ডেনমার্কের যৌথ বিডকে পরাজিত করে রেকর্ড আটবারের ইউরোজয়ী জার্মানি স্বাগতিক হওয়ার স্বত্ব ছিনিয়ে নেয়। এ নিয়ে তৃতীয়বারের মতো জার্মানির মাটিতে বসতে যাচ্ছে নারীদের ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর। ২০২৪ সালে পুরুষদের ইউরোও জার্মানিতে হয়েছিল।   ২০২৭ নারী বিশ্বকাপের বিডে পরাজিত জার্মানির জন্য ইউরোর আয়োজন অনেকটাই সান্ত্বনার। ফিফা ২৭-এর নারী বিশ্বকাপের জন্য ব্রাজিলকে বেছে নিয়েছে।  ইউরোর স্বত্ব পাওয়ার পর জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) নারী ফুটবলের সহসভাপতি হেইক উলরিচ বলেন, ‘অসাধারাণ, এটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। ২০০১ সালের পর আবারও আমরা জার্মানিতে নারী ইউরো আয়োজনের সুযোগ পেয়েছি।’ জার্মানির বিডে ইউরো আয়োজনের জন্য আটটি স্টেডিয়ামের নাম বলা হয়েছে। যার মধ্যে রয়েছে ৭০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন মিউনিখের আলিয়াঁজ এরেনা, ৬৬ হাজার ধারণক্ষমতা সম্পন্ন ডর্টমুন্ডের ওয়েস্টফালেনস্টেডিয়ন। বাকি স্টেডিয়ামগুলোর ধারণক্ষমতাও ৪৫ হাজার থেকে ৫৪ হাজারের মধ্যে।  জার্মানি বিশ্বাস করে, নারী ইউরোতে ৩১ ম্যাচে তারা মিলিয়নের ওপর টিকিট বিক্রি করতে পারবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow