নারী ক্রিকেট দল থেকে অপ্রয়োজনীয় দুই কর্মকর্তা বাদ

10 hours ago 4

ব্যয়বহুল ওয়েস্ট ইন্ডিজ সফরের তালিকার শেষদিকে দুইজন সরকারী কর্মকর্তার নাম জুড়ে দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সোমবার জাগো নিউজে এই সংবাদ প্রকাশের পর ক্রীড়াঙ্গনে প্রধান আলোচনা ছিল দলের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের ডকুমেন্টেশন অফিসারের নাম থাকার বিষয়টি। তীব্র সমালোচনার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নারী ক্রিকেট দলের তালিকা থেকে ওই দুই কর্মকর্তার নাম বাদ দিয়েছে।

মন্ত্রণালয় এরই মধ্যে ৯ জানুয়ারি জারি করা জিও (সরকারি আদেশ) সংশোধন করে তালিকার ২৯ ও ৩০ নম্বরে থাকা ওই দুই কর্মকর্তার নাম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ নারী দলের ক্যারিবীয় সফরের দলের সদস্য এখন ২৮ জন।

     আরও পড়ুন > নারী ক্রিকেট দলের ক্যারিবীয় সফরে যুগ্মসচিব-ডকুমেন্টেশন অফিসার!

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিষয়টি অবগত হওয়ার পর যুগ্মসচিব ও ডকুমেন্টেশন অফিসারের নাম বাদ দেওয়ার নির্দেশ প্রদান করেন। এরই মধ্যে এই নির্দেশনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও জানিয়ে দেওয়া হয়েছে।

জিও

তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে এ মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২০ জানুয়ারি ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ।

আরআই/আইএইচএস/

Read Entire Article