নারী ফুটবলারদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

2 months ago 7

রোববার দিবাগত রাত ৩টার পর এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করা নারী ফুটবল দলকে হাতিরঝিলে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে কোনো পুরস্কার ঘোষণা করেননি বাফুফে সভাপতি। তিনি শুধু ফুটবল দলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

তবে সবার আগে মেয়েদের সাফল্যের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশের খেলাধুলার অভিভাবক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ক্রীড়া উপদেষ্টা মেয়েদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

গত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর সাবিনা-ঋতুপর্ণাদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলো বাফুফে। ৯ মাস চলে গেলেও বাফুফে সেই পুরস্কারের টাকা দিতে পারেনি।

এমনকি নারী ফুটবলারদের বেশ কয়েকটি ম্যাচ ফিও বাকি। যদিও সরকার ও বিসিবির পক্ষ থেকে নারী ফুটবলারদের পুরস্কার দিয়েছে। আর বাফুফে আটকে আছে ঘোষণার মধ্যেই।

আরআই/আইএইচএস/

Read Entire Article