নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

2 hours ago 3
চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়ে তাদের আটক করা হয়। বুধবার (২০ আগস্ট) বিকেলে পৌর এলাকার আলীনগর ভূতপুকুর থেকে তাদের আটক করা হয়। এই ছয় ভারতীয় নাগরিককে বিএসএফ অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে ঠেলে পাঠিয়েছে বলে জানিয়েছে পুলিশ।  এই ছয় ভারতীয় নাগরিক হলেন- পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর থানার পাইকর গ্রামের মো. দানেশ, তার স্ত্রী সোনালি বেগম ও তাদের সন্তান মো. সাব্বির এবং একই এলাকার আজিজুল দেওয়ানের স্ত্রী সুইটি বেগম ও তাদের দুই ছেলে কুরবান দেওয়ান ও ইমাম দেওয়ান। পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত ২৬ জুন কুড়িগ্রামের সীমান্ত দিয়ে অন্যান্য বাংলাদেশির সঙ্গে বাংলাভাষী এই ছয় ভারতীয়কে ঠেলে পাঠায় বিএসএফ। বাংলাদেশে অনুপ্রবেশের পর তারা প্রথমে ঢাকায় যায়। এরপর মাসখানেক আগে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর ভূতপুকুর এলাকার এক বাড়িতে আশ্রয় নেয়। তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মাধ্যমে বিএসএফের সহায়তায় ভারতে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
Read Entire Article