নারী সংগঠন সমূহের ৭ম জাতীয় সম্মেলনের ফলাফল উপস্থাপন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ ১ অগ্রহায়ণ ১৪৩২/১৬ নভেম্বর ২০২৫ তারিখে নারীপক্ষ আয়োজিত এক সংবাদ সম্মেলনে "প্রতিবাদে প্রতিরোধে নারীর পথচলা" শীর্ষক নারী সংগঠনসমূহের ৭ম জাতীয় সম্মেলনের ফলাফল উপস্থাপন করা হয়।সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সম্মেলনে ৩টি প্ল্যানারি অধিবেশন এবং ৮টি বিষয়ে মোট ১৬টি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আলোচ্য বিষয়গুলো ছিল: ১. নারী আন্দোলনের স্বতন্ত্র ধারা বিনির্মাণ ও আন্দোলনকে শক্তিশালী করার উপায়, ২. নারী আন্দোলনের জন্য সম্পদ আহরণ ও সম্ভাব্য উৎস, ৩. বৈচিত্র্যের মাঝে ঐক্য প্রতিষ্ঠা, ৪. সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর স্বাধীন ও বলিষ্ঠ কণ্ঠস্বর, ৫. তৃণমূল নারী সংগঠনসমূহের সমস্যা বিশ্লেষণ ও সমাধানের কৌশল, ৬. আন্তঃপ্রজন্মের কথোপকথন: অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও পারস্পরিক প্রত্যাশা, ৭. নারী অধিকারভিত্তিক সংগঠন ও নারী রাজনৈতিক কর্মীদের মধ্যে পারস্পরিক সমঝোতা, এবং ৮. বিভিন্ন অধিকার আন্দোলনের সঙ্গে কার্যকর সম্পর্ক স্থাপনের কৌশল।প্ল্যানারি অধিবেশনগুলোতে আদিবাসী নারী নেত্রী, শ্রমিক আন্দোলন, যৌনকর্মীদের অধিকার আন্দোলন এবং জুলাই আন্দোলনের নারী শিক্ষার্থীরা তাদের সংগ্রামের অভিজ্ঞতা

নারী সংগঠন সমূহের ৭ম জাতীয় সম্মেলনের ফলাফল উপস্থাপন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ ১ অগ্রহায়ণ ১৪৩২/১৬ নভেম্বর ২০২৫ তারিখে নারীপক্ষ আয়োজিত এক সংবাদ সম্মেলনে "প্রতিবাদে প্রতিরোধে নারীর পথচলা" শীর্ষক নারী সংগঠনসমূহের ৭ম জাতীয় সম্মেলনের ফলাফল উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সম্মেলনে ৩টি প্ল্যানারি অধিবেশন এবং ৮টি বিষয়ে মোট ১৬টি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আলোচ্য বিষয়গুলো ছিল: ১. নারী আন্দোলনের স্বতন্ত্র ধারা বিনির্মাণ ও আন্দোলনকে শক্তিশালী করার উপায়, ২. নারী আন্দোলনের জন্য সম্পদ আহরণ ও সম্ভাব্য উৎস, ৩. বৈচিত্র্যের মাঝে ঐক্য প্রতিষ্ঠা, ৪. সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর স্বাধীন ও বলিষ্ঠ কণ্ঠস্বর, ৫. তৃণমূল নারী সংগঠনসমূহের সমস্যা বিশ্লেষণ ও সমাধানের কৌশল, ৬. আন্তঃপ্রজন্মের কথোপকথন: অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও পারস্পরিক প্রত্যাশা, ৭. নারী অধিকারভিত্তিক সংগঠন ও নারী রাজনৈতিক কর্মীদের মধ্যে পারস্পরিক সমঝোতা, এবং ৮. বিভিন্ন অধিকার আন্দোলনের সঙ্গে কার্যকর সম্পর্ক স্থাপনের কৌশল।

প্ল্যানারি অধিবেশনগুলোতে আদিবাসী নারী নেত্রী, শ্রমিক আন্দোলন, যৌনকর্মীদের অধিকার আন্দোলন এবং জুলাই আন্দোলনের নারী শিক্ষার্থীরা তাদের সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরেন। প্রথম প্ল্যানারীতে নারী আন্দোলনের স্বতন্ত্র ধারা বিনির্মাণ বিষয়ে বক্তব্য রাখেন শেফালিকা ত্রিপুরা, চেয়ারম্যান (অস্থায়ী), খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি কৃষ্ণা দেবনাথ, অবসরপ্রাপ্ত বিচারপতি, আপিল বিভাগ; রাশেদা কে. চৌধূরী, উপদেষ্টা, সাবেক তত্ত্বাবধায়ক সরকার; এবং খুশি কবির, সমন্বয়কারী, নিজেরা করি। সম্মেলনে গাজা এবং বাংলাদেশের আদিবাসী মানুষের প্রতি সংহতি জানানো হয়। এছাড়া নারীপক্ষ'র প্রয়াত সদস্য ও নারী আন্দোলনের নেত্রী নাসরিন হক স্মারক বক্তৃতা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

সম্মেলনের বিভিন্ন কর্মশালা থেকে প্রাপ্ত উল্লেখযোগ্য সুপারিশগুলো তুলে ধরে বক্তারা বলেন, সকল ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে ও নারীর স্বাধীন ও বলিষ্ঠ কণ্ঠস্বর প্রতিষ্ঠায় সংগঠিত হতে হবে, আওয়াজ তুলতে হবে এবং যথাযথ জায়গায় দাবি উপস্থাপন ও দেন-দরবার করতে হবে। নারী আন্দোলনের স্বতন্ত্র ধারা বিনির্মাণে সর্বস্তরে সহায়ক শক্তি বৃদ্ধি করতে হবে এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

নারী আন্দোলনের জন্য মানবসম্পদ, নেটওয়ার্ক, বিভিন্ন জোট, স্থানীয় সম্পদ, প্রযুক্তিগত জ্ঞান ইত্যাদি সম্ভাব্য উৎস চিহ্নিতকরণ ও অর্জনে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। বৈচিত্র্যের মাঝে ঐক্য প্রতিষ্ঠায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। বিভিন্ন অধিকার আন্দোলনের, যেমন- শ্রম আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন, যৌনকর্মীদের আন্দোলন এর সাথে নারী আন্দোলনকে সংযুক্ত করার মাধ্যমে কার্যকর সম্পর্ক স্থাপন করতে হবে। আন্তঃপ্রজন্মের মধ্যে যোগসূত্রতা স্থাপনের মাধ্যমে নারী আন্দোলনের ধারাকে চলমান রাখতে হবে। তৃণমূল নারী সংগঠনগুলোর নিজেদের আত্মমূল্যায়নের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে উত্তরণের পদক্ষেপ নিতে হবে। নারী আন্দোলনের ইস্যুকে রাজনৈতিক দলের এজেন্ডায় অন্তর্ভুক্ত করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow