নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান

নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কের মুখে পড়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরি। সামাজিক যোগাযোগমাধ্যম  এক নারীকে চোখ মারার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে।  বুধবার (১০ ডিসেম্বর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ভিডিওটি প্রকাশের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন আইএসপিআর মহাপরিচালক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, এক সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক আবসা কোমলকে চোখ টিপছেন তিনি। ভিডিওতে কোমলকে চৌধুরীর বিরুদ্ধে কারাগারে আটক সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, রাষ্ট্রবিরোধী এবং দিল্লির নির্দেশে পরিচালিত বলে যে অভিযোগ তোলা হয়েছে, সে বিষয়ে প্রশ্ন করতে দেখা যায়। সাংবাদিকের প্রশ্ন ছিল, অতীতের তুলনায় এখন পরিস্থিতি কী ভিন্ন? ভবিষ্যতে কি কোনো পরিবর্তন আশা করা যায়? জবাবে চৌধুরী বলেন, আরেকটা পয়েন্ট যোগ করুন— তিনি একজন মানসিক রোগী। এরপরই তিনি হাসেন এবং সাংবাদিকের দিকে চোখ টিপে ইশারা করেন। তবে ভিডিওর সত্যতা ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে স্বাধীনভাবে যাচ

নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান

নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কের মুখে পড়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরি। সামাজিক যোগাযোগমাধ্যম  এক নারীকে চোখ মারার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। 

বুধবার (১০ ডিসেম্বর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ভিডিওটি প্রকাশের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন আইএসপিআর মহাপরিচালক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, এক সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক আবসা কোমলকে চোখ টিপছেন তিনি।

ভিডিওতে কোমলকে চৌধুরীর বিরুদ্ধে কারাগারে আটক সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, রাষ্ট্রবিরোধী এবং দিল্লির নির্দেশে পরিচালিত বলে যে অভিযোগ তোলা হয়েছে, সে বিষয়ে প্রশ্ন করতে দেখা যায়। সাংবাদিকের প্রশ্ন ছিল, অতীতের তুলনায় এখন পরিস্থিতি কী ভিন্ন? ভবিষ্যতে কি কোনো পরিবর্তন আশা করা যায়?

জবাবে চৌধুরী বলেন, আরেকটা পয়েন্ট যোগ করুন— তিনি একজন মানসিক রোগী। এরপরই তিনি হাসেন এবং সাংবাদিকের দিকে চোখ টিপে ইশারা করেন। তবে ভিডিওর সত্যতা ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ভিডিও প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। এক্সে একজন লিখেন, তিনি মোটেও একজন পেশাদার সেনা কর্মকর্তা নন। আরেকজন মন্তব্য করেন, এটি দেখায় তাদের সেনাবাহিনী কতটা অপেশাদার। ইউনিফর্ম পরে প্রকাশ্যে এভাবে চোখ টিপতে কীভাবে পারেন? তৃতীয় এক ব্যবহারকারী লেখেন, আর তিনি পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল… অবস্থা কেন এমন তা এখন বুঝতে পারছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow