নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার

3 hours ago 6

রংপুরের পীরগঞ্জে দেলোয়ারা বেগম (৩৫) নামে এক নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সকালে চতরা ইউনিয়নের বড় বদনা পাড়া গ্রামের পূর্বপাড়ার একটি মরিচের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

দেলোয়ারা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিলালপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে বড় বদনা পাড়ার শাহারুলের স্ত্রী রওশনারা বেগম মরিচ তুলতে ওই জমিতে যায়। এ সময় মস্তকহীন এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করে উঠে। এতে গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মস্তকবিহীন লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, লাশের পরিচয় মিললেও এখনো মাথা খুঁজে পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তারা কাজ করছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখনও কাউকে গ্রেপ্তার করতে পরেনি পুলিশ।

Read Entire Article