নারীরা আলিয়া ভাটের মতো বারবার হেয়ার ফ্লিপ করেন কেন

4 hours ago 3

ছোট টিপ, হালকা লিপস্টিক, মাসকারা, কাজল আর ব্লাশ- যাই পরুন না কেন, নারীদের সাজ কখনও পুরোপুরি শেষ হয় না। এই গোপন কৌশলই এবার ফাঁস করলেন আলিয়া ভাট।

 মিনিমাল সাজের জন্য পরিচিত আলিয়া সাধারণত কমই মেকআপ করেন। তার বিয়ের দিনও ন্যুড লিপস্টিক, হালকা মাসকারা আর কাজলেই হাজির হয়েছিলেন।

কিন্তু এবার ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে আলিয়া নিজেই দেখালেন তার ছোট ছোট অভ্যাস। ভিডিওতে দেখা যায়, মেকআপ করতে করতে বারবার চুল ঠিক করতে আঙুল চালাচ্ছেন।

নারীরা আলিয়া ভাটের মতো বারবার হেয়ার ফ্লিপ করেন কেন

প্রাইমার, টিন্ট, ময়েশ্চারাইজার, ফাউন্ডেশন, লিপ কালার, মাসকারা, আই শ্যাডো, পাউডার ব্লাশ-সবই করার মাঝে চুল উল্টানোর ছোট ছোট অভ্যাসটি ধরা পড়ে। অল্প ভেজা চুলে সিরাম লাগিয়ে বারবার চুল ঠিক করতে দেখা যায়। সেই সময়ই নিচে ফুটে ওঠে লেখা, ‘গুনতে থাকুন আমি কত বার চুল উল্টাই’।

দেখা যায়, দুই মিনিটেরও কম সময়ে আলিয়া অন্তত নয়বার চুল উল্টেছেন। শেষে আরও লেখা ফুটে ওঠে, ক্যামেরার সামনে ৯ বার, কিন্তু ক্যামেরার আড়ালে আরও ৯৯ বার। অর্থাৎ সাজ যাই হোক, চুল উল্টানোর কাজ দিনে বারবার চলে। মেয়েদের চুল ঝাকানো বা নাড়ানো সাধারণত ফ্যাশন বা স্টাইলের অংশ।

নারীরা আলিয়া ভাটের মতো বারবার হেয়ার ফ্লিপ করেন কেন

চুল ঝাকানো বা নাড়ানো অভ্যাস নারীদের মধ্যে সহজাত। চুল যদি ভেজা থাকে, তখন তো কথাই নেই। নব্বইয়ের দশকের সিনেমায় নদী, সমুদ্র বা সুইমিং পুলে নায়িকাদের ভিজে চুল উল্টানোর দৃশ্য ছিল প্রায় বাধ্যতামূলক। বলিউডে প্রিয়াঙ্কা চোপড়াকে বলা হয় ‘কুইন অব হেয়ার ফ্লিপ’, জাহ্নবী কাপুর, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুরও ক্যামেরার সামনে চুল উল্টানোর ক্ষেত্রে এগিয়ে। নায়িকাদের ক্ষেত্রে এটি তাদের আবেদন ও স্টাইলের সঙ্গে জুড়ে দেওয়া হয়।

নারীরা আলিয়া ভাটের মতো বারবার হেয়ার ফ্লিপ করেন কেন

 তবে এটি সাধারণত এক কারণে হয় না। শারীরিক, মানসিক ও সামাজিক কারণে মেয়েরা চুল উল্টিয়ে থাকেন। কখনো চুল মুখে বা ঘাড়ে চলে এলে অস্বস্তি দূর করতে অনেকেই বারবার চুল ঠিক করেন।

নারীরা আলিয়া ভাটের মতো বারবার হেয়ার ফ্লিপ করেন কেন

কখনো মানসিক চাপ, উদ্বেগ বা একঘেয়েমি কাটানোর জন্য আবার কখনো আত্মবিশ্বাস দেখানোর জন্য মেয়েরা ছোটখাট উপায় হিসেবে চুল উল্টানো বেছে নেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

আরও পড়ুন

রূপ, স্টাইল আর গ্ল্যামারে মুগ্ধতা ছড়ানো এক অধ্যায়

এসএকেওয়াই/জেআইএম

Read Entire Article