নালিতাবাড়ীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

শেরপুরের নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঠিকানা’ এর ব্যাতিক্রমী উদ্যোগে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদের অডিটোরিয়াম তেপান্তরে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শতাধিক স্বেচ্ছাসেবক। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বিনিময় ও উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে আয়োজিত স্টোরি টেলিং সেশনে বিভিন্ন স্বেচ্ছাসেবক তাদের সামাজিক কর্মযাত্রার অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও প্রাপ্ত অনুপ্রেরণার গল্প তুলে ধরেন। দিনব্যাপী আয়োজনের মধ্যে আরও ছিল ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, স্বেচ্ছাসেবক সম্মাননা এবং সার্টিফিকেট বিতরণ। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল “ভলান্টিয়ার অব নালিতাবাড়ী–২০২৫” সম্মাননা প্রদান। মানবিক ও সামাজিক অবদান মূল্যায়ন করে নির্বাচিত স্বেচ্ছাসেবকের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। ঠিকানা সংগঠনের কর্মকর্তারা জানান, স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা, অংশগ্রহণ এবং মানবিক কার্যক্রমের প্রতি উদ্দীপনাই তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ভবিষ্যতেও নালিতাবাড়ীর তরুণ সমাজকে সামাজিক উন্নয়ন ও মানবিক কর্

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

শেরপুরের নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঠিকানা’ এর ব্যাতিক্রমী উদ্যোগে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদের অডিটোরিয়াম তেপান্তরে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শতাধিক স্বেচ্ছাসেবক।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বিনিময় ও উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে আয়োজিত স্টোরি টেলিং সেশনে বিভিন্ন স্বেচ্ছাসেবক তাদের সামাজিক কর্মযাত্রার অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও প্রাপ্ত অনুপ্রেরণার গল্প তুলে ধরেন। দিনব্যাপী আয়োজনের মধ্যে আরও ছিল ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, স্বেচ্ছাসেবক সম্মাননা এবং সার্টিফিকেট বিতরণ।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল “ভলান্টিয়ার অব নালিতাবাড়ী–২০২৫” সম্মাননা প্রদান। মানবিক ও সামাজিক অবদান মূল্যায়ন করে নির্বাচিত স্বেচ্ছাসেবকের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

ঠিকানা সংগঠনের কর্মকর্তারা জানান, স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা, অংশগ্রহণ এবং মানবিক কার্যক্রমের প্রতি উদ্দীপনাই তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ভবিষ্যতেও নালিতাবাড়ীর তরুণ সমাজকে সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সমাপনী বক্তব্যে স্বেচ্ছাসেবীরা বলেন, মানবিক সমাজ গঠনে স্বেচ্ছাসেবার চেতনাকে আরও বিস্তৃত করতে সর্বস্তরের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বেচ্ছাসেবী সংগঠন ঠিকানার সদস্য সচিব ইয়াসির আরাফাত জিহানের সঞ্চালনায় এবং সংগঠনটির চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি, থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, উপজেলা সমাজসেবা অফিসার ও সিলেকশন বোর্ডের চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রেসক্লাবের উপদেষ্টা ও সিলেকশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এমএ. হাকাম হীরা, ঠিকানার প্রধান পৃষ্ঠপোষক মু. গোলাম কিবরিয়া, বিএম সাবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহিবুল ইসলাম সাবাব প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow