নালিতাবাড়ীতে মুক্তিযোদ্ধা চেরাগ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের দক্ষিণ আন্ধারুপাড়া গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. চেরাগ আলী (৯৫) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩ জানুয়ারি) ভোররাত সাড়ে চারটার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। পারিবারিক সুত্র জানায়, বীরমুক্তিযোদ্ধা চেরাগ আলী দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারন ছাড়াও নানা ধরনের শারিরীক অসুস্থ্যতায় ভুগছিলেন। এমতাবস্থায় শনিবার ভোররাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, শনিবার দুপুরে উপজেলার শেকেরকুড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুম চেরাগ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরীন উপস্থিত থেকে গার্ড অব অনার প্রদান করেন। এই জানাজা নামাজে এলাকার মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং এলাকার সর্বস্তরের জনগণ অংশ গ্রহন করেন। পরে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

নালিতাবাড়ীতে মুক্তিযোদ্ধা চেরাগ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের দক্ষিণ আন্ধারুপাড়া গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. চেরাগ আলী (৯৫) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৩ জানুয়ারি) ভোররাত সাড়ে চারটার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

পারিবারিক সুত্র জানায়, বীরমুক্তিযোদ্ধা চেরাগ আলী দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারন ছাড়াও নানা ধরনের শারিরীক অসুস্থ্যতায় ভুগছিলেন। এমতাবস্থায় শনিবার ভোররাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, শনিবার দুপুরে উপজেলার শেকেরকুড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুম চেরাগ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরীন উপস্থিত থেকে গার্ড অব অনার প্রদান করেন। এই জানাজা নামাজে এলাকার মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং এলাকার সর্বস্তরের জনগণ অংশ গ্রহন করেন। পরে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow