নাশতার সঙ্গে লটারি কিনে জিতলেন কোটি টাকা
অনেক ফুটবল ভক্তই সুযোগ পান না মাঠে বসে প্রিয় দলের খেলা উপভোগ করতে। তাই বেশিরভাগ ফুটবল ভক্তের কাছে টেলিভিশনের পর্দায় খেলা দেখাই শেষ ভরসা। অনেকের কাছে ছোট পর্দায় খেলা দেখাও আনন্দের এবং উপভোগ্য। হাতের সামনে বাহারি খাবার নিয়ে মেতে থাকেন খেলার আসরে।
এমন পরিকল্পনাই ছিল যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক ফুটবল ভক্তের। লোকান্ট্রির বাসিন্দা ওই ব্যক্তি খেলা দেখার সময় খাওয়ার জন্য কিছু নাশতা কিনতে একটি দোকানে যান। সেখানে বিক্রি হচ্ছিল পাওয়ারবল লটারির টিকিট। নিজের ভাগ্য যাচাই করতে নাশতা কেনার সঙ্গে কিনে নেন একটি লটারির টিকিটও।
তবে ভাগ্য যে খুলে যাবে তা কোনোভাবেই আন্দাজ করতে পারেননি তিনি। লটারির ফল ঘোষণার পর তিনি জানতে পারেন, জিতে গেছেন ১০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা ১১ কোটি ৯২ লাখ টাকার বেশি।
সাউথ ক্যারোলাইনা এডুকেশন লটারি কর্তৃপক্ষকে ওই ব্যক্তি জানান, তিনি একটি টিকিটই কিনেছিলেন। পরে তিনি জানতে পারেন, তার সেই টিকিটের নম্বর ড্রয়ের প্রথম ৫টি নম্বরের সঙ্গে মিলে গেছে। নম্বরগুলো ছিল ২-১২-৪৬-৫২-৬৫। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি জানান, এটা একদম আনন্দে আত্মহারা হওয়ার মতো একটি বিষয়।
তবে লটারি জেতার অর্থ ব্যবহারে সতর্ক থাকবেন বলে জানান ওই ব্যক্তি। তিনি বলেন, পুরস্কারের অর্থ নিজের ভবিষ্যতের জন্য জমা রাখবেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রায় সব অঙ্গরাজ্যে পাওয়ারবল লটারির টিকিট বিক্রি হয়। মাল্টি-স্টেট লটারি অ্যাসোসিয়েশন এই লটারির কার্যক্রম পরিচালনা করে। প্রতি বছর অসংখ্য মানুষ তাদের ভাগ্য পরীক্ষা করতে এই লটারি টিকিট কেনেন। ভাগ্যবানরা জিতে যান কোটি টাকার জ্যাকপট।