নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যের কড়া সমালোচনা করলেন রিফাত রশিদ

2 months ago 8

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর ৭১ টিভির সাংবাদিক নিয়ে দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ।

শনিবার (২৮ জুন) ফেসবুকে করা এক পোস্টে এ সমালোচনা করেন তিনি।

পোস্টে রিফাত রশিদ লিখেন, ‘নাসিরউদ্দিন পাটোয়ারী বললেন ৭১ টিভির অনেক সিনিয়র সাংবাদিক জুলাইয়ে আপনাদের সঙ্গে একীভূত হয়েছিল। আমি প্রথমত জানতে চাই, এই আপনাদের বলতে আপনি কাদের বুঝিয়েছেন? আর দ্বিতীয়ত জানতে চাই, এই সিনিয়র সাংবাদিকরা কারা? তাদের নামগুলো কি? যদি একটু কষ্ট করে বলতেন।

গোটা জুলাইজুড়ে একাত্তরের কোনো সিনিয়র সাংবাদিক আমার/আমাদের সঙ্গে ছিল বলে আমার মনে পড়ে না।

একদিকে বলবেন মিডিয়ার ফ্যাসিবাদ তাড়াও আর অন্যদিকে বলবেন একাত্তরের সিনিয়র সাংবাদিকদের অনেকে আপনাদের পাশে ছিলেন। একই অঙ্গে এত ভিন্ন রূপ কেন?’

Read Entire Article