নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়: এনসিপি

4 hours ago 8

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টির নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়।

আরও পড়ুন
নির্বাচনে জোট গঠনের পরিকল্পনা আছে এনসিপির
এনসিপির প্রতীকের বিষয়টি ইসি দ্রুত নিষ্পত্তি করবে

এর আগে এদিন রাতে একটি গণমাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর প্রকাশিত হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আলোচনা-সমালোচনা শুরু হয়। খবর প্রকাশের কিছু সময়ের মধ্যেই এই বার্তা দিলো দলটি।

এনএস/ইএ

Read Entire Article