নাহিদের কাছ থেকে এ ধরনের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না

2 hours ago 6

জামায়াতের পিআর আন্দোলনকে ‘সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা’ আখ্যা দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া বক্তব্যকে ‘বালখিল্যতা’ বলে কড়া সমালোচনা করেছে জামায়াতে ইসলামী।

ফেসবুকে এ নিয়ে নাহিদের দেওয়া স্ট্যাটাসটি ‘অস্পষ্ট ও বিভ্রান্তিকর’ বলে মনে করছে জামায়াত। নাহিদের কাছ থেকে এ ধরনের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না বলেও মন্তব্য করেছে দলটি।

রোববার (১৯ অক্টোবর) রাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

আরও পড়ুন
পিআর আন্দোলন জামায়াতের সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ

বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াতে ইসলামীর অন্যতম দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন, তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। জামায়াতের পিআর দাবির আন্দোলনকে প্রতারণামূলক ও রাজনৈতিক কৌশল বলে যে মন্তব্য করেছেন, তা সর্বৈব মিথ্যা ও দুঃখজনক। তিনি তার বক্তব্যের মাধ্যমে কী বুঝাতে চাচ্ছেন তা আমাদের কাছে বোধগম্য নয়। তার কাছ থেকে এ ধরনের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না।

জামায়াত বলছে, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে ঐকমত্য কমিশনের আলোচনায় এবং রাজপথে জামায়াত তার দৃঢ় অবস্থান জনগণের সামনে তুলে ধরেছে। কাজেই নাহিদ ইসলামের বক্তব্যের যৌক্তিক কোনো ভিত্তি নেই।

বিবৃতিতে নাহিদকে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জামায়াত।

আরএএস/এমকেআর

Read Entire Article