নায়ক-নায়িকার দেখা কুমিরের খামারে, ফিরলেন উজ্জ্বল

3 months ago 6

মাসুদ হাসান উজ্জ্বলের সর্বশেষ টেলিভিশন নাটক ‘দাস কেবিন’ প্রচার হয়েছিল ২০১৭ সালের ঈদে। তারপর তিনি পুরোপুরি মনোযোগ দেন বড় পর্দায়। তার দুটি আলোচিত সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’ ও ‘বনলতা সেন’ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে দর্শক-সমালোচকের কাছে।

আট বছরের দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরলেন দেশের প্রশংসিত এই নির্মাতা। ঈদ উপলক্ষে তিনি নির্মাণ করেছেন নতুন নাটক ‘চুপকথা’। এ নাটকে তিনি জুটি হিসেবে বেছে নিয়েছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নিহাকে।

নতুন নাটক ‘চুপকথা’-তে রয়েছে উচ্চবিত্ত পরিবারের প্রেম, দ্বিধা, দ্বন্দ্ব আর স্বপ্নের গল্প। নাটকের পাত্র-পাত্রীর প্রথম দেখা হয় কুমিরের খামারে! তবে নাটকটি প্রসঙ্গে উজ্জ্বল বলেন, ‘এটা শুধু প্রেমের গল্প নয়, প্রেম আর প্রকৃতির গল্প। সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের বাস্তবতাও উঠে এসেছে। আমি সবসময় সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে কাজ করি। এবারও তার ব্যতিক্রম হয়নি।’

নায়ক-নায়িকার দেখা কুমিরের খামারে, নাটকে ফিরলেন উজ্জ্বল

সিএমভি’র ব্যানারে নির্মিত এই বিশেষ নাটকের গল্প লিখেছেন গীতিকবি মহসীন মেহেদী। এর চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন উজ্জ্বল নিজেই। শ্রীমঙ্গল, জাফলং, গাজীপুর এবং ঢাকায় হয়েছে নাটকটির শুটিং। পরিচালক জানান, নির্মাণের আকারে প্রায় একটি সিনেমার আয়োজনেই নির্মিত হয়েছে ‘চুপকথা’।

উজ্জ্বল নাটকটির গল্প নিয়ে বলেন, ‘গল্পটা আমাকে এতটাই টেনেছে যে না করতে পারিনি। তৌসিফ-নিহা, প্রযোজক পাপ্পু ভাইসহ সবাই মিলে দারুণ একটা টিমওয়ার্ক হয়েছে। নাটকে ফিরে আবার একটা আরাম পেয়েছি। আমার বিশ্বাস, এখনও নাটকের জন্য বিশাল দর্শকগোষ্ঠী রয়েছে। সিনেমা বানাতে অনেক সময় লাগে, তাই এই দর্শকদের জন্য মাঝেমধ্যে নাটকে ফেরা জরুরি বলে মনে করি।’

এই ঈদে ‘চুপকথা’ উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এই ঈদে সিএমভি’র সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট ‘চুপকথা’। কারণ এর মাধ্যমে একজন মেধাবী নির্মাতার নাটকে প্রত্যাবর্তন ঘটেছে। ঈদ আয়োজন হিসেবে আমাদের ইউটিউব চ্যানেলে আরও প্রায় এক ডজন নাটক আসছে চাঁদরাত থেকে।’

এলআইএ/এমএস

Read Entire Article