নিঃশর্তে বহিষ্কারাদেশসহ সব শাস্তি মওকুফ চান ইউআইইউ শিক্ষার্থীরা

2 months ago 6

আন্দোলনের মুখে শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করলেও বিভিন্ন মেয়াদে শাস্তি বহাল রেখেছে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ। শাস্তি পাওয়া ৪০ শিক্ষার্থীদের মধ্যে ২৪ জনের স্থায়ী বহিষ্কারাদেশে প্রত্যাহার করেছে। তবে তাদেরসহ ৪০ শিক্ষার্থীর অস্থায়ী (দুই সেমিস্টার) বহিষ্কারের আদেশ বহাল রাখা হয়েছে।

কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত মেনে নিতে নারাজ শিক্ষার্থীরা। তারা শাস্তি পাওয়া সব শিক্ষার্থীর নিঃশর্তভাবে বহিষ্কারাদেশসহ সব শাস্তি মওকুফ করার অফিসিয়াল নোটিশ বা বিজ্ঞপ্তির দাবি করেছেন। অন্যথায় রোববার (২২ জুন) সকাল থেকে আবারও নতুনবাজার ব্লকেড কর্মসূচি করার হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার (২১ জুন) রাতে ইউআইইউ'র আন্দোলনরত শিক্ষার্থীরা এ কথা জানিয়েছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্যতম সালমান বারী রিজাল জাগো নিউজকে বলেন, ‌‘বিকেলে বৈঠকে কর্তৃপক্ষ আমাদের সব দাবি মেনে নিয়েছিল। তবে রাতে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাতে বিভিন্ন শর্তজুড়ে দিয়েছে। আবার স্থায়ী বহিষ্কার প্রত্যাহার করা হলেও অস্থায়ী বহিষ্কার বহাল রাখা হয়েছে।’

‘এটা শিক্ষার্থীরা মেনে নেয়নি। আমরা কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে আরও কথা বলছি। আমরা নিঃশর্তভাবে সবার শাস্তি মওকুফ চাই’ বলেও উল্লেখ করেন তিনি।

এএএইচ/বিএ

Read Entire Article