'নিউ ইয়র্ক আমাদের ঘরের মাঠ না, এখানে কিউরেটরও দ্বিধাগ্রস্ত'

4 months ago 62

বিশ্বকাপের সেরা হাইভোল্টেজ ম্যাচে আজ ০৯ জুন মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে নামার আগে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নিউ ইয়র্কের পিচ। কেননা এই পিচ একেক সময় একেক রকম আচরণ করছে। ড্রপ ইন পিচ বলেই কিনা এমন হচ্ছে।

তাই এই পিচ নিয়ে বেশ সতর্ক ভারত। এটি ভারতের নিজেদের ঘরের মাঠ না যে তাদের মনের মতো পিচ হবে। এমনটাই জানান রোহিত শর্মা।

ম্যাচের আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'নিউ ইয়র্ক আমাদের ঘরের মাঠ না। আমরা এখানে মাত্র দুটি ম্যাচ খেলেছি কিন্তু আমাদের এখানকার আবহাওয়া নিয়েও তেমন অভিজ্ঞতা হয়নি। এটা একেক সময় একেক রকম আচরণ করছে। এমনকি পিচ কিউরেটও দ্বিধাগ্রস্ত।'

পাকিস্তানের বিপক্ষে এখানে কোন পিচে খেলা হবে এখনাও জানেন না রোহিত। 'আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ চিন্তা আমাদের করতে হচ্ছে। আমরা জানিনা কোন পিচে খেলা হবে। তাই যেই ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে।'

আউটফিল্ড নিয়েও শঙ্কার কথা জানান ভারতের অধিনায়ক। 'আউট ফিল্ডও অনেক ধীরগতির। কিছু শিটে বল বাউন্স করে মাঠে কিছু শটে বল যায় না। তাই এখানে দৌড়ে রান নেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। আমাদেরকে পরিস্থিত বুঝে খেলতে হবে।'

আরআর/এমএস

Read Entire Article