নিউইয়র্কে বাবাকে নিয়ে অনুষ্ঠানে গাইবেন ফাহমিদা নবী

4 weeks ago 11

বাংলাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী মাহমুদুন্নবী। তার মেয়েও দেশের wজনপ্রিয় শিল্পীদের একজন- ফাহমিদা নবী। বাবার স্মরণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে গান করতে যাচ্ছেন তিনি। ‘সুরের ভুবনে’ নামের একক অনুষ্ঠানটিতে গান করবেন ফাহমিদা। বিষয়টি নিশ্চিত করেছেন এই অনুষ্ঠানের আয়োজক সুমনা।

আগামী ১৭ ডিসেম্বর নিউইয়কের্র কুইন্স প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফাহমিদা নবী অনুষ্ঠানে তার বাবার গাওয়া সিনেমার এবং আধুনিক জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। যারমধ্যে আছে ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’, ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’, ‘আমিতো আজ’, ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছো’, ‘আমি সাত সাগর পাড়ি দিয়ে’, ‘সুরের ভুবনে’, ‘তোমার দু’হাত’ ইত্যাদি।

ফাহমিদা নবীও এই আয়োজন নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘এর আগে অনেকবার যুক্তরাষ্ট্রে আসা হয়েছে আমার। নানান ধরনের আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছি। কিন্তু এবারই প্রথম আব্বাকে নিয়ে কোনো অনুষ্ঠানে গান করতে যাচ্ছি। এই আনন্দটা বলে বোঝাতে পারব না। আব্বাতো নেই বহুবছর। কিন্তু তার গান এখনো তাকে তার ভক্ত দর্শকের মাঝে বাঁচিয়ে রেখেছে। এটা ভাবলে গর্ব হয়। এই যুক্তরাষ্ট্রেও আব্বার এতো ভক্ত-দর্শক আছেন, তা আমাকে বিস্মিত করে। তাদের সঙ্গে কিছু সময় কাটাতে পারবো, সেটাও আব্বার গানে গানে। আমার কাছে এটা জীবনের অন্যতম এক প্রাপ্তির স্মৃতি হয়ে থাকবে।’

‘সুমনার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি। তিনি খুব পরিশ্রম করেছেন আয়োজনটির জন্য। অনুষ্ঠানে আব্বার গানতো গাইবোই, সেই সাথে আমার নিজের কয়েকটা মৌলিক গানও গাইবো। আশা করছি সবার সঙ্গে দেখা হবে, গানে গানে সবাইকে মুগ্ধ করার পরম চেষ্টা থাকবে’- যোগ করেন ফাহমিদা নবী।

এবার একটি ফাউন্ডেশনের আহ্বানে ফান্ড সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্র সফরে আছেন ফাহমিদা নবী। আগামী ৩১ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন।

এলএ/জিকেএস

Read Entire Article