নিউজিল্যান্ডে দুই কিশোরসহ ছয়জন নিখোঁজ
নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে একটি জনপ্রিয় ক্যাম্পসাইটে ভূমিধসের ঘটনায় দুই কিশোরসহ ছয়জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ চললেও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে তল্লাশি কার্যক্রম ধীরগতিতে এগোচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে স্থানীয় সময় প্রায় সাড়ে ৯টার দিকে ভারী বৃষ্টির কারণে মাউন্ট মাউঙ্গানুই এলাকায় ভূমিধস নামে। দ্বীপের পূর্ব উপকূলের টাউরাঙ্গা শহরে অবস্থিত ওই ক্যাম্পসাইটে তখন গ্রীষ্মকালীন ছুটিতে থাকা বহু পরিবার অবস্থান করছিল। হঠাৎ নেমে আসা মাটি ও ধ্বংসাবশেষ ক্যাম্পসাইটের একটি বড় অংশ ঢেকে দেয়। শুক্রবার কর্মকর্তারা জানান, মাটির অস্থিতিশীল অবস্থার কারণে নিখোঁজদের খুঁজে পেতে কয়েক দিন সময় লাগতে পারে। নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়টি উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ড হেরাল্ডকে পুলিশ কমিশনার রিচার্ড চেম্বার্স বলেন, দ্রুততার প্রয়োজন থাকলেও উদ্ধারকর্মীদের অত্যন্ত সতর্কভাবে কাজ করতে হচ্ছে। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় অনুসন্ধান দীর্ঘ হতে পারে, যা নিখোঁজদের স্বজনদের জন্য কষ্টকর হলেও নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলে বড় পরিসরে জনবল ও সরঞ্জাম মোতায়েন কর
নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে একটি জনপ্রিয় ক্যাম্পসাইটে ভূমিধসের ঘটনায় দুই কিশোরসহ ছয়জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ চললেও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে তল্লাশি কার্যক্রম ধীরগতিতে এগোচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে স্থানীয় সময় প্রায় সাড়ে ৯টার দিকে ভারী বৃষ্টির কারণে মাউন্ট মাউঙ্গানুই এলাকায় ভূমিধস নামে। দ্বীপের পূর্ব উপকূলের টাউরাঙ্গা শহরে অবস্থিত ওই ক্যাম্পসাইটে তখন গ্রীষ্মকালীন ছুটিতে থাকা বহু পরিবার অবস্থান করছিল। হঠাৎ নেমে আসা মাটি ও ধ্বংসাবশেষ ক্যাম্পসাইটের একটি বড় অংশ ঢেকে দেয়।
শুক্রবার কর্মকর্তারা জানান, মাটির অস্থিতিশীল অবস্থার কারণে নিখোঁজদের খুঁজে পেতে কয়েক দিন সময় লাগতে পারে। নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়টি উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
নিউজিল্যান্ড হেরাল্ডকে পুলিশ কমিশনার রিচার্ড চেম্বার্স বলেন, দ্রুততার প্রয়োজন থাকলেও উদ্ধারকর্মীদের অত্যন্ত সতর্কভাবে কাজ করতে হচ্ছে। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় অনুসন্ধান দীর্ঘ হতে পারে, যা নিখোঁজদের স্বজনদের জন্য কষ্টকর হলেও নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।
জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলে বড় পরিসরে জনবল ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ ধাপে ধাপে সরিয়ে প্রতিটি অংশ খুঁটিয়ে পরীক্ষা করছেন।
ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের কর্মকর্তা ডেভিড গার্ড জানান, প্রায় ২৫ জন উদ্ধারকর্মী, ঠিকাদারি প্রতিষ্ঠানের ভারী যন্ত্র, পুলিশ কুকুর এবং আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে। মাটি সরানোর প্রতিটি ধাপেই তল্লাশি চালানো হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোর রয়েছে। এ ছাড়া ক্যাম্পসাইটের সঙ্গে যুক্ত থাকতে পারেন এমন অন্য ব্যক্তিদের অবস্থান যাচাইয়ের কাজও চলছে।
What's Your Reaction?